বর্ষায় চোখের যত্ন নিন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ২১ জুলাইঃ বর্ষায় চিরদিনই সর্দিকাশির প্রকোপ বাড়ে। আবার খেয়াল করলে দেখা যায় চোখের অসুখ কনজাংটিভাইটিসও এই সময় বেশি হয়। আসলে আজকালকার বর্ষার আবহাওয়া খামখেয়ালি। ঝমঝম বৃষ্টিতে পৃথিবী এই শীতল তো আবার পরক্ষণেই মেঘলা দিনের গুমোট গরম।

চোখের মণিকে যে ঝিল্লি ঢেকে রাখে, তার নাম কনজাংটিভা। বাতাস থেকে বা অন্য কোনোভাবে এই ঝিল্লিতে ভাইরাসের সংক্রমণ হলে তার নাম কনজাংটিভাইটিস। চোখের এই রোগটি আসলে খুব ছোঁয়াচে। তাই কনজাংটিভাইটিস হলে, তা না সেরে যাওয়া অবধি রোগীকে আলাদা গামছা বা তোয়ালে ব্যবহার করতে হবে। কষ্ট বাড়লে বা
অবস্থা আরও ঘোরাল হলে চিকিত্সকের পরামর্শ নিতে হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NzAbUy

July 21, 2018 at 02:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top