কলকাতা, ১৯ জুলাই- পয়েন্ট অফ সেল মেশিনের মাধ্যমে যাত্রীদের টিকিট কেনা এবং লাগেজ বুকিংয়ের জন্য অফিস, টিকিট কাউন্টার এবং পার্সেল অফিসগুলিতে আরও বেশি করে নগদহীন লেনদেনের উৎসাহ দিতে উদ্যোগী হল দক্ষিণ পূর্ব রেল৷ এবার স্টেশনের ফুড স্টলগুলিতেও পিওএস মেশিন বসাচ্ছে তারা৷ গত মার্চ মাসে রেলমন্ত্রী পীয়ূশ গোয়েল জানিয়েছিলেন, দাম নিয়ে নয়ছয় রুখতে এবার ট্রেনের মধ্যেই পয়েন্ট অফ সেল মেশিন রাখবে রেল। খাবার খেয়ে পিওএস মেশিনে সোয়াইপ করে খাবারের দাম দেবেন যাত্রীরা। ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে এই দাম দিতে পারবেন যাত্রীরা। রেলের মধ্যে সেই ব্যবস্থা এখনও চালু না হলেও স্টেশনের ফুড স্টলগুলিতে পয়েন্ট অফ সেল মেশিন বসানোর উদ্যোগ নিয়েছে দক্ষিণপূর্ব রেল৷ সদ্য শালিমার ও খড়গপুর স্টেশনে এই মেশিন বসানো হয়েছে৷ আগামী একমাসের মধ্যে বেশ কয়েকটি বড় স্টেশনের ফুড স্টলগুলিতেও পিওএস মেশিন বসানো হবে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ৷ দক্ষিন পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, তাদের চারটি ডিভিশনের মেট্রোপলিটন সিটি স্টেশনগুলিতে, সাবার্বান এবং নন-সাবার্বান শাখায় প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম(পিআরএস)কাউন্টার, আনরিজার্ভড টিকেটিং সিস্টেম(ইউএসটিএস)কাউন্টার, পার্সেল অফিসগুলিতে মোট ৪৮৮টি পয়েন্ট অফ সেল মেশিন বসানো হয়েছে৷ প্রথমে সমস্ত পিআরএস কাউন্টারে এই ব্যবস্থা চালু করা হয়েছিল৷ বর্তমানে ইউটিএস কাউন্টারগুলিতে ব্যপকভাবে এর ব্যবহার শুরু হয়েছে৷ সদ্য পার্সেল অফিসগুলিতেও পিওএস মেশিনে কাজ শুরু হয়েছে৷ কয়েকটি কেটারিং ইউনিট সহ নন-সাবার্বান শাখায় এই সুবিধার ব্যবস্থা হয়েছে৷ সঞ্জয় ঘোষ বলেন, ডিজিটাল ইন্ডিয়ার জন্য দক্ষিন-পূর্ব সমস্তরকম প্রয়াস চালাচ্ছে৷ আমরা স্টেশনের ফুড স্টলগুলিতে এখন পয়েন্ট অফ সেল মেশিনের ব্যবহার শুরু করে দিচ্ছি৷ খুব শীঘ্রই রেলেও এই ব্যবস্থা চালু হয়ে যাবে৷ দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সমস্ত শাখায় ইউটিএস মোবাইল অ্যাপ ছাড়াও যাত্রীরা তাদের সুবিধার জন্য এখন পয়েন্ট অফ সেল মেশিন ব্যবহার করে সিজন টিকিট কিনতে পারবেন৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১৫:২৩/১৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Nshnqo
July 19, 2018 at 09:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top