শিলিগুড়ি, ১ জুলাইঃ বেঙ্গলসাফারিতে আজ উদ্বোধন হল বহু প্রতিক্ষিত লেপার্ড সাফারির। পাশাপাশি উদ্বোধন হয় ক্রোকোডাইল এনক্লোজারও। উদ্বোধন করেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন এবং পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানা গিয়েছে, এই মুহূর্তে চারটি লেপার্ড আনা হয়েছে এখানে। বেঙ্গল সাফারির এই লেপার্ড সাফারি সম্পূর্ণ হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে বলে দাবি করেছেন দুই মন্ত্রী। লক্ষ্যমাত্রা ছিল এবছরের ডিসেম্বরের মধ্যে শেষ করা। কিন্তু জুনের শেষেই এই কাজ শেষ হয়ে যায়। প্রথম পর্যায়ের এই কাজের জন্য ৭৮ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু ৫০ কোটির মধ্যে এই কাজ শেষ করা গিয়েছে বলে দাবি করেন দুই মন্ত্রী। আজ থেকেই লেপার্ড সাফারি এবং কুমীরের এনক্লোজার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে।
তথ্য ও ছবিঃ ভাস্কর বাগচী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IG9ISk
July 01, 2018 at 04:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন