নয়াদিল্লি, ১৬ জুলাইঃ এনইইটি পরীক্ষায় ফিজিক্স ও কেমিস্ট্রিতে শূন্য এমনকি নেগেটিভ মার্কস পেয়েও এমবিবিএস পড়ার সুযোগ পাচ্ছেন বহু পডুয়া। ২০১৭-তে ফিজিক্স ও কেমিস্ট্রিতে শূন্য বা নেগেটিভ মার্কস পাওয়া অন্তত ১১০ জন পড়ুয়া বেসরকারি মেডিকেল কলেজে ভরতি হয়েছেন। ২০১০-এ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এনইইটি নিয়ে প্রথম নোটিফিকেশন জারি করে। বলা হয় এমবিবিএস পড়তে হলে সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রতি বিষয়ে ৫০% নম্বর পেতেই হবে। সংরক্ষিত আসনের ছাত্র-ছাত্রীদের প্রতি বিষয়ে অন্তত ৪০% নম্বর পেতে হবে। কিন্তু ২০১২-তে এমসিআই জানিয়ে দেয় যে ৫০ ও ৪০ পারসেন্টাইলের ছাত্র-ছাত্রীরাই ডাক্তারি পড়ার সুযোগ পাবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KYwMC6
July 16, 2018 at 01:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন