দেরাদুন, ২০ জুলাইঃ মেঘভাঙা বৃষ্টির ফলে ধস নেমে মৃত্যু হল দু’জনের। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চামোলিতে। জানা গিয়েছে, আরও পাঁচজন ধসের নিচে আটকে রয়েছে। টানা ৩৬ ঘণ্টা ধরে ভারী বৃষ্টির জেরে শুক্রবার ধস নামে চামোলি জেলার জুম্মা এবং ভাপকুন্দের মাঝামাঝি মালারি রোডে। বুধবার উত্তরাখণ্ডের আবহাওয়া অফিসের তরফে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এরপর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরকে তৈরি থাকতে বলা হয়েছিল। গঙ্গা, অলকানন্দা, মন্দাকিনী ফুঁসছে তবে এখনও বিপদসীমার নিচেই বইছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zSnPVD
July 20, 2018 at 12:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন