‘বেটি বাঁচাও-বেটি পড়াও’ থিমকে সারা বিশ্বে প্রচারের উদ্দেশ্যে উদ্যোগী মুম্বইয়ের দুই তরুণী পাইলট  

নয়াদিল্লি, ৩০ জুলাইঃ ‘বেটি বাঁচাও-বেটি পড়াও’ থিমকে সারা বিশ্বে প্রচারের উদ্দেশ্যে উদ্যোগী হয়েছেন মুম্বইয়ের দুই তরুণী পাইলট আরোহী পণ্ডিত ও কাইথার মিসকুইটা। ৯০ দিনে বিশ্ব ভ্রমণের উদ্দেশে যাত্রা শুরু করেছেন আরোহী ও কাইথার, নিজেদের ছোট্ট স্পোর্টস এয়ারক্র্যাফ্ট ‘মাহি’কে সঙ্গী করে। জানা গিয়েছে, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সহায়তায় পাটিয়ালা থেকে উড়ান শুরু করেছে মাহি। বিশ্বের ২১টি দেশ ঘুরবেন তাঁরা। প্রতিটি দেশে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁরা তুলে ধরবেন ‘বেটি বাঁচাও, বেটি পড়াও৷’ এর পাশাপাশি বিশ্বের সব প্রান্তে মহিলাদের প্রতি সম্মান প্রদর্শনের আর্জিও জানানো হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2v2zL2a

July 30, 2018 at 01:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top