নয়াদিল্লি, ১৬ জুলাইঃ তিন তালাকের বিরুদ্ধে মুখ খুলে হুমকির শিকার কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির বোন ফারহাত নকভি। একইসঙ্গে নিদা খান নামে অন্য এক মহিলাকেও হুমকি দেওয়া হয়েছে।
মুসলিম মহিলাদের সাহায্য করতে দুটি পৃথক স্বেচ্ছাসেবী সংগঠন চালান ফারহাত ও নিদা। বেশ কিছুদিন ধরেই তিন তালাক, নিকাহ হালালা ও বহু বিবাহ নিয়ে সরব হয়েছেন তাঁরা। এতে নাকি ইসলাম বিরোধিতা করা হয়েছে। তাই তাঁদের দুজনকে ইসলাম থেকে বহিষ্কার করার হুমকি দেন বেরিলির এক মৌলবি।
নিদা খান আলা হজরত পরিবারের পুত্রবধূ। তাঁর কাজকর্মের জন্য তাঁকে শশুরবাড়ির লোকজন হুমকি দেয় বলে অভিযোগ। এনিয়ে নিদার প্রশ্ন, ‘যখন মুসলিম মহিলাদের তিন তালাক, বহুবিবাহ ও নিকাহ হালালার মত প্রথার শিকার হতে হয়, তখন ওইসব মৌলবিরা কোথায় থাকেন?’ তাঁর বক্তব্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গঠিত হয় ব্রিটিশ আমলে, তাদের মুসলমানদের ওপর নির্দেশ চাপিয়ে দেওয়ার কোনও অধিকার নেই। মহিলাদের জন্য এই লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uEtrwQ
July 16, 2018 at 03:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন