মুম্বাই, ২৭ জুলাই- না, ঘর ভাঙার খবর নয়। বিরাট কোহলি আর আনুশকা শর্মার সম্পর্কটা পোক্তই আছে। তবে এক মাস তাদের থাকতে হবে আলাদা আলাদা। স্বামী-স্ত্রী একসঙ্গে থাকতে পারবেন না, এ কেমন কথা? কেন এমন শাস্তি! সবকিছুই আসলে খেলার জন্য। ইংল্যান্ডে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ শেষ। টিম ইন্ডিয়ার সামনে এবার টেস্ট সিরিজের অগ্নিপরীক্ষা। পাঁচ টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে কয়েকদিনের ছুটিতে স্ত্রী আনুশকার সঙ্গে বেশ আনন্দেই সময় কাটিয়েছেন কোহলি। এবার সেই আনন্দে বাধ সেঁধেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, সিরিজের তৃতীয় টেস্ট পর্যন্ত স্ত্রীদের সঙ্গে আর থাকতে পারবেন না কোহলিরা। টেস্ট সিরিজকে সামনে রেখে বুধবার থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি ম্যাচ। তার আগেই খেলোয়াড়দের জানিয়ে দেয়া হয়েছে, স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে আর থাকা যাবে না। এখন শুধু মনটা রাখতে হবে খেলার দিকে। এর আগে অনেকবারই ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্সের জন্য স্ত্রী-বান্ধবীদের দায়ী করেছেন ভক্ত-সমর্থকরা। এবার আর যাতে তেমন কিছু না হয়, সেজন্যই বোধ হয় সতর্কতামূলক ব্যবস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের! সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LuQ0PV
July 28, 2018 at 04:17AM
27 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top