মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন সড়কের পাশে উপড়ে পড়া প্রায় শতাধিক গাছ নষ্ট হচ্ছে প্রশাসন কর্তৃক নিলাম না ডাকার কারণে। আর এতে করে লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বিভিন্ন সময়ে ঝড়-তুফান কিংবা গাছের শিকড়ে মাটি না থাকায় এসব গাছ উপড়ে পড়েছে। নিলাম আহবানে প্রশাসনের নিরবতার কারণেই এসব গাছগুলো দীর্ঘদিন ধরে উপড়ে পড়ার স্থানে অবহেলায় নষ্ট হচ্ছে বলে দাবি উপজেলাবাসীর। আবার গাছের মূলসহ উপড়ে পড়ার কারণে উপজেলার অনেক স্থানেই ভাঙছে গুরুত্বপূর্ণ সড়ক।
উপড়ে পড়ার সাথে সাথে দীর্ঘদিনের পুরনো গাছগুলো সঠিক পদ্ধতিতে নিলাম ডেকে বিক্রি করে, সেই স্থানে নতুন করে আবার গাছের চারা রোপণ করলে একদিকে পরিবেশের উপকার হতো, আবার সড়কও ভাঙনের হাত থেকে রক্ষা পেত।
দেখা গেছে, উপজেলার অনেক স্থানে উপড়ে পড়া এসব গাছের মধ্যে কিছু গাছের মূল আছে, ডাল-পালা নেই। রাতের আঁধারে কে বা কারা এসব গাছের মূল রেখে ডাল-পালাগুলো কেটে নিয়েছে। আবার মূলসহ গাছ উপড়ে পড়ার কারণে অনেক স্থানে ভেঙে যাওয়া সড়কগুলোও সংস্কার করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এসব এলাকাতে বেড়েই চলছে জনদুর্ভোগ।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার সাংবাদিকদের জানান, উপড়ে পড়া গাছগুলোর ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য স্ব-স্ব (সওজ-এলজিইডি) কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2u5PRXs
July 04, 2018 at 08:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন