কলকাতা, ২৬ জুলাই- পুজোর আগেই বাড়তে পারে মেট্রো রেলের ভাড়া৷ মেট্রো রেল সূত্রে এমনই খবর মিলেছে৷ জানা গিয়েছে, খুব শীঘ্রই রেলমন্ত্রকের কাছে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তাদের দাবি, আয়ের থেকে ব্যয়ের অনুপাত বেড়ে যাওয়ায় ক্ষতি হচ্ছে রেলের৷ জানা গিয়েছে, বিকল্প পথে কিভাবে আয় বাড়ানো যায় তারও পরামর্শ চাওয়া হয়েছে রেলমন্ত্রকের কাছে৷ মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মেট্রোর আর্থিক অবস্থা ভাল নয়৷ ১০০ টাকা আয় করতে মেট্রোর খরচ হয় ২৬৮ টাকা৷ তাই ক্ষতি সামাল দিতে ভাড়া বাড়ানো প্রয়োজন৷ রেলবোর্ডের কাছে সেই প্রস্তাব দেওয়া হবে৷ রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিকল্প আয়ের জন্য মেট্রো কর্তৃপক্ষকে বেশ কিছু প্রস্তাব দিয়েছে আইআইএম জোকা৷ মেট্রোর পিলার, মেট্রোর এসকেলেটর এ রেকে বিজ্ঞাপন দেওয়া হোক৷ এমনকি স্টেশনে ওষুধের দোকান খোলারও প্রস্তাব দেওয়া হয়েছে৷ এই বিষয়গুলোও রেল বোর্ডকে জানানো হতে পারে৷ ২০১৩-তে শেষবার ভাড়া বেড়েছিল মেট্রোতে। এখন মেট্রোর নূন্যতম ভাড়া পাঁচ টাকা৷ সর্বোচ্চ ২৫ টাকা৷ মেট্রোর কর্তাদের বক্তব্য, প্রতিদিন গড়ে সাত লক্ষ যাত্রী যাতায়াত করে৷ যে সংখ্যক ট্রেন চালানো হয় তাতে ক্ষতির বহর কমানো যাচ্ছে না৷ তাই শীঘ্রই ভাড়া বাড়ানোর সবুজ সঙ্কেত প্রয়োজন৷ তবে লোকসভা নির্বাচনের আগে ভাড়া বাড়বে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মেট্রো রেলের একাধিক কর্তার মনে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১১:০৫/২৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uM0kZx
July 26, 2018 at 05:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top