মস্কো, ১২ জুলাই ঃ ফুটবলের ঘরে ফেরা হল না। এগিয়ে গিয়েও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে গেল ইংল্যান্ড। উলটোদিকে, ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে হারের জ্বালা মিটিয়ে প্রথমবারের জন্য ফাইনালে চলে গেল লুকা মদরিচ, মারিও মান্দজুকিচদের ক্রোয়েশিয়া। ফাইনালে তাদের সামনে অপেক্ষা করছে সেই ফ্রান্সই।
ইটস কামিং হোম। গত কয়েকদিন ধরে এটাই ছিল ইংল্যান্ড সমর্থকদের স্লোগান। সেই রেশ ধরেই লুঝনিকি স্টেডিয়ামে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই ইংল্যান্ডকে সেটপিস থেকে গোল করে এগিয়ে দেন কিয়েরেন ট্রিপিয়ের। এরপর দু দলই বেশ কয়েকবার গোল করার সুযোগ পেলেও গোলমুখ খোলেনি। দ্বিতীয়ার্ধে বারবার ইংল্যান্ড দুর্গে আঘাত হানতে শুরু করেন মদরিচরা। শেষ পর্যন্ত ৬৮ মিনিটে দুরন্ত গোল করে যান ইভান পেরিসিচ। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয় খেলা। অতিরিক্ত সময়ে ১০৯ মিনিটে মান্দজুকিচের গোলে ক্রোয়েশিয়ার ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zydYnY
July 12, 2018 at 11:06AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন