জাতিসঙ্ঘের সদস্যর চেয়ে ফিফার সদস্য সংখ্যা বেশি। এর থেকেই বোঝা যায় ফুটবল এ গ্রহে কতটা জনপ্রিয় খেলা। আর এর মধ্যে জনপ্রিয় ক্লাবের শীর্ষে আছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে ভেড়াতে কাড়ি কাড়ি টাকা খরচ করে ক্লাব দুইটি। অথচ এ দুই জায়ান্ট ক্লাবকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামী ফুটবল ক্লাব এখন ম্যানচেস্টার ইউনাইটেড। সম্প্রতি বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ফোবর্স বিশ্বের দামী ক্লাবগুলোর নতুন তালিকা প্রকাশ করে। সেখানে শীর্ষে এনএফএলের (রাগবির মতো একটি খেলা) ডালাস কাউবয়েজ। ক্লাবটির মোট সম্পদের পরিমাণ ৪.৮ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪০ হাজার ৩৫৫ কোটি টাকা। এর পরেই আছে এ বছর প্রিমিয়ার লিগ জেতা ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। মানে রিয়াল কিংবা বার্সেলোনা নয়বিশ্বের সবচেয়ে দামী ফুটবল ক্লাব এখন ম্যানইউ। ক্লাবটির মোট সম্পদের পরিমাণ ৪.১২৩ বিলিয়ন ডলার। তালিকায় ৩ নম্বরে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্লাবটির মোট সম্পদের পরিমাণ ৪.০৯ বিলিয়ন ডলার। তারপরে ৪.০৬৪ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের চতুর্থ ধনী ক্লাব বার্সেলোনা। এ ৩টি দল ছাড়া শীর্ষ দশে নেই আর কোন ফুটবল ক্লাব। তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্লাবগুলোরই আধিপত্য। এমএ/ ০৯:১১/ ২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LsFNma
July 21, 2018 at 03:19AM
20 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top