বর্তমানে পুরো বিশ্বের কাছেই পরিচিত নাম কিলিয়ান এমবাপ্পে। রাশিয়া বিশ্বকাপে ফুটবল জগতকে চমকে দিয়ে সকলের নজর কেড়েছেন ১৯ বছর বয়সী এই ফরাসি ফুটবলার। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পিছনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। এরইমধ্যে তার সঙ্গে তুলনা করা হচ্ছে সাবেকদের থেকে শুরু করে বর্তমানের অনেকের সঙ্গে। যেমনটি করলেন ফ্রান্স কোচ দিদিয়ার দেশ্যম। লে পেরিসেন-এ এক সাক্ষাৎকারে ফ্রেঞ্চ কোচ বলেন, এমবাপ্পে জানে ও যা করে, বাকিরা সেটা পারে না। সে প্রতিভাবান। মন দিয়ে কথা শোনে। ও যখন ভাল কিছু করে, আমি বলি। আবার যখন ভুল করে, সেটাও বলি। হয়তো সেই ভুলের প্রভাবটা ওর খেলায় মাত্র ৫ শতাংশ। তবু বলি। ও শোনে। শুধরে নেয়। দেশ্যম এমবাপ্পের প্রসঙ্গে আরও বলেন, ১৯৯৮ সালের বিশ্বকাপে ডেভিড ত্রেজেগুয়ে আর থিয়েরি অঁরির বয়স ছিল এমবাপ্পেরই মতো। কিন্তু ত্রেজেগুয়ে আর অঁরির ভূমিকাটা সেবার এক ছিল না। কিলিয়ান এমবাপ্পে এখনই পরিণত। দুর্দান্ত প্লেয়ারদের সঙ্গে আমি খেলেছি। আবার তাদের কোচিংও করিয়েছি। কিন্তু এমবাপ্পে? ওর প্রতিভার তুলনা নেই। তবে শুধুই ওর প্রতিভার কথা বলব না। এই বয়সে ও যা করছে, ভবিষ্যতে যা যা করার ক্ষমতা রাখে, তা দেখেই বলছি, আমি খুব খুশি যে এমবাপ্পে একজন ফরাসি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JKxwW5
July 23, 2018 at 12:54AM
22 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top