লখনউ, ৪ জুলাইঃ আর পাঁচটা বিদ্যালয়ের সঙ্গে মাদ্রাসা-পড়ুয়াদের পোশাকে কোনো মিল দেখা যায় না। এই বৈষম্য দূর করতে উঠেপড়ে লেগেছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের মাদ্রাসাগুলিতে চালু হতে চলেছে নয়া পোশাক বিধি। তবে তাদের জন্য ঠিক কী ধরণের পোশাক চালু হবে সরকারের তরফে তা জানানো হয়নি।
তবে মাদ্রাসা পড়ুয়াদের জন্য উত্তরপ্রদেশ সরকারের পোশাক বিধির বিরোধিতায় সরব মুসলিম ধর্মগুরু ও শিক্ষাবিদরা। অনেকেই মাদ্রাসা পড়ুয়াদের ঐতিহ্যশালী পোশাকে বদল আনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ধর্মগুরু মহম্মদ হারুন বলেছেন, মাদ্রাসার পক্ষে ভালো কী হবে, সেই সিদ্ধান্ত গ্রহণের ভার তাঁদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। মুসলিম শিশুদের মাত্র ১-২ শতাংশই মাদ্রাসায় পড়াশোনা করে। সরকারের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।
রাজ্যের মন্ত্রী মহসিন রাজা বলেছেন, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই মাদ্রাসাগুলিকে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। মাদ্রাসাগুলির পড়ুয়ারা এখনও পর্যন্ত কুর্তা ও পাজামা পরে। এক্ষেত্রে পোশাক বিধি মাদ্রাসাগুলিকে আরও বেশি প্রথাগত করে তুলবে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজা।
মাদ্রাসা পড়ুয়াদের নতুন পোশাক কী হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z9ruxV
July 04, 2018 at 07:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন