রিয়াল মাদ্রিদে রোনালদোর পরিবর্তে কে আসতে চলেছেন? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে রিয়াল ভক্তরা৷ তাই তারা এবার নিজেরাই রোনালদোর বিকল্প খুঁজে দিচ্ছেন। কিন্তু, কে সেই বিকল্প? বিশ্বকাপের ব্রিটিশ অধিনায়ক হ্যারি কেনকে ক্রিশ্চিয়ানোর পরিবর্ত হিসেবে চাইছে রিয়াল সমর্থকরা৷ সম্প্রতি স্প্যানিশ মিডিয়া মার্কার এক অনলাইন পোলে রোনালদোর পরিবর্ত হিসেবে টটেনহ্যাম হটস্পারে খেলা হ্যারি কেনকে চাইছেন ভক্তরা৷ সি আর সেভেনের পরিবর্ত বাছাইয়ের ভোটিংয়ে ২৬ শতাংশ ভোট পড়েছে হ্যারি কেনের পক্ষে৷ রাশিয়া বিশ্বকাপে ছয় গোল করে সোনালী বুট জিতেছেন হ্যারি কেন৷ বিশ্বকাপ মঞ্চে তার দুর্দান্ত পারফর্ম্যান্স দেখে মুগ্ধ ফুটবলমহল৷ ক্লাবের হয়ে শেষ মৌসুমে ৩০টি গোল করেছেন এই স্ট্রাইকার৷ সেই কারণেই তার ওপর জমা পড়েছে ২ লাখের বেশি ভোট৷ হ্যারি কেনের সঙ্গে রোনালদোর বিকল্প হিসেবে মাদ্রিদ ক্লাবে ঢুকে পড়ার দৌড়ে এগিয়ে রয়েছেন উরুগুয়ের এডিনসন কাভানি৷ তার পক্ষে ভোট পড়েছে ১৪ শতাংশ৷ একই পরিমাণ ভোট পেয়েছেন ইন্টার মিলানের মাউরো ইকার্দি৷ রোনালদোর শূন্যস্থান পূরণের দৌড়ে ছিলেন ফুটবল দুনিয়ার আরও এক তারকা রবার্ট লেভানডস্কি৷ বিশ্বকাপে তার দল পোল্যান্ড গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল৷ বল পায়ে রাশিয়ার মাটিতে একটিও গোল পাননি লেভানডস্কি৷ ক্রিশ্চিয়ানোর বিকল্প বাছার ভোটিংয়ে বায়ার্ন মিউনিখে খেলা লেভানডস্কির পক্ষে সমর্থকরা ভোট দিয়েছেন ১২ শতাংশ৷ এই ভোটিংয়ে অবশ্য নাম ছিল না ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ব্রাজিলের নেইমার ও বেলজিয়ামের হ্যাজার্ডের৷ যা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন৷ বিশেষ করে হ্যাজার্ডকে যখন রোনালদোর পরিবর্ত হিসেবে অনেকেই এগিয়ে রাখছেন৷ রিয়ালও নাকি হ্যাজার্ডকে নিতে আগ্রহী৷ হ্যারি কেনের পক্ষে সর্বাধিক ভোট পড়লেও রিয়ালে তার আশা নিশ্চিত নয়৷ বিশ্বকাপে আগে তার সঙ্গে নতুন করে ছয় বছরের চুক্তি করেছে প্রিমিয়র লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার৷ ফলে নতুন চুক্তি ভেঙে ট্রান্সফার ফি দিয়ে কেনকে স্পেনে উড়িয়ে আনা সহজ নয়৷ সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/২৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2v2YSSP
July 29, 2018 at 04:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top