ওদলাবাড়ি, ২৭ জুলাইঃ বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত গন্ডোগোল ও উত্তেজনার পর শুক্রবার সকাল থেকে পরিস্থিতি থমথমে ওদলাবাড়িতে। সারারাত এলাকায় টহলদারির পর শুক্রবার সকাল থেকেও জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীন) নিমা নরবু ভুটিয়া, মালের এসডিপিও দেবাশীষ চক্রবর্তী এবং ওসি অনিন্দ্য ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওদলাবাড়ি বাজার জুড়ে টহল দিতে শুরু করেন। অন্যদিকে শুক্রবার সকাল থেকেই গন্ডোগোলের আশঙ্কায় স্থানীয় ব্যবসায়ী সমিতির ডাকে সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়। নিমা নরবু ভুটিয়া বলেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সতর্ক রয়েছে, কোনভাবেই গন্ডোগোল বাড়তে দেওয়া হবে না।
বৃহস্পতিবার রাত সাড়ে ন’টার পর থেকে জমি কেনাবেচার ঝামেলায় জড়িত হজরত আলি ও তার এক সঙ্গীকে ওদলাবাড়ি বাজারে বেধড়ক গনধোলাই দেয় একদল উত্তেজিত জনতা। কোনমতে পালিয়ে প্রাণে বাঁচে তারা। এরপর থেকে উত্তেজনা বাড়তে শুরু করে। জাতীয় সড়কের ওপর এসে জড়ো হয় কয়েকশো যুবক। জানা গিয়েছে হজরত আলিকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে। এই জমি বিবাদের জেরেই মঙ্গলবার রাতের মারপিটের ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে মাল থানায় অভিযোগ দায়ের করে।
গত দুদিনের গন্ডগোলের জেরে ওদলাবাড়ির চেল, ঘিস ও লিস নদীঘাটগুলো থেকে বালি, পাথর পরিবহন বন্ধ রাখার মৌখিক নির্দেশ জারি করেছে পুলিশ।
সংবাদদাতাঃ অনুপ সাহা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uTU55X
July 27, 2018 at 12:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন