কলকাতা, ২০ জুলাই- ২৫ বছর আগে পশ্চিমবঙ্গের লালবাজারে গিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ওপর হামলা শুরু করে স্থানীয় এক বড় নেতার বাহিনী। পরিস্থিতি খারাপ দেখে এগিয়ে যান পুলিশের এক কনস্টেবল সিরাজুল হক। ওই বড় নেতার দিকে বন্দুক তাক করে সরে যেতে বলেন। তাতেই কপাল পোড়ে কনস্টেবলের। কয়েক বছর পর দেরিতে অফিসে আসার অভিযোগে চাকরিচ্যুত করা হয় তাকে। ২১ বছর চাকরি থেকে বরখাস্ত, এখনো কর্মহীন। সিরাজুলের সঙ্গে লালবাজারের বড় নেতার নির্দেশ অমান্য করেছিলেন এসআই নির্মল বিশ্বাস। ১৮ বছর আইনি লড়াইয়ের পর চাকরি ফিরে পান তিনি। একই কারণে প্রদীপ সরকার নামের এক সার্জেন্টকে পদোন্নতি ছাড়াই অবসর নিতে হয়েছে। বৃহস্পতিবার সিরাজুল বলেন, আমার এখনো আট বছর চাকরি ছিল। মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পুরমন্ত্রীকে আবেদন করেছি। চাকরিটা ফিরে পেলে অভাবটা দূর হতো। সূত্র: যুগান্তর আর/১৭:১৪/২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Nx9mR7
July 21, 2018 at 12:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top