কলকাতা, ১৪ জুলাইঃ সফল পর্বতারোহন অভিযান শেষে অভিযাত্রী দল নিয়ে ক্যাম্পে ফেরার পথে বরফের খাঁজে (ক্রিভাস) আটকে পড়লেন দার্জিলিংয়ের অভিজ্ঞ পর্বতারোহী পেম্বা শেরপা। মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর (ম্যাক) ও পুনের একটি দলকে নিয়ে কারাকোরাম পর্বতমালার দুর্গম সাসের কাংরি-৪ পর্বতশৃঙ্গ অভিযানে গিয়েছিলেন পেম্বা শেরপা। তাঁদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের প্রবীণ পর্বতারোহী বসন্ত সিংহরায়। শুক্রবার দুপুরে ম্যাক ও পুনের দলটির একজন করে অভিযাত্রীকে সঙ্গে নিয়ে পর্বতশৃঙ্গে ওঠেন পেম্বা। কিন্তু ফেরার পথে ক্যাম্প ওয়ানে পৌঁছনোর আগেই বরফের খাঁজে আটকে পড়েন তিনি। ঘটনার পরই উদ্ধারকাজে নামেন বাকি শেরপারা। একই সময়ে কারাকোরামে অন্য আরেকটি পর্বতশৃঙ্গে অভিযান চালাচ্ছিল ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)-র নেতৃত্বে আরও একটি দল। খবর পেয়ে তাঁরাও উদ্ধারকাজে যোগ দিয়েছেন। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি।
দার্জিলিং মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের এই অভিজ্ঞ পর্বতারোহী আটবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন। এভারেস্ট ছাড়াও একবার কাঞ্চনজঙ্ঘা ও একবার অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয়ের কীর্তি রয়েছে অভিজ্ঞ পেম্বা শেরপার ঝুলিতে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LkAcej
July 14, 2018 at 04:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন