দিনহাটা, ২৯ জুলাইঃ তৃণমূল কংগ্রেসের দিনহাটা ১ ব্লক সভাপতি নূর আলম হোসেনের বাড়ির সামনে থেকে উদ্ধার হল দুটি তাজা বোমা ও একটি হুমকি চিঠি। রবিবার সেখানে বোমা দুটি পড়ে থাকতে দেখে দিনহাটা থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী এসে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায়। যদিও এ বিষয়ে ব্লক সভাপতি নূর আলম হোসেনের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ওই চিঠিতে লেখা রয়েছে, দিনহাটা ১ ব্লক সভাপতি নূর আলম হোসেনকে তৃণমূল কংগ্রেস ছেড়ে তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করতে হবে। পুলিশের হাতে আটক তৃণমূল যুব কংগ্রেসের কর্মী-সমর্থকদের যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয়। এমনকি, এই বিষয়টি নিয়ে শোরগোল না করার হুমকিও দেওয়া হয়। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব।
দিনহাটার বিধায়ক তথা বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, ‘নূর আলম হোসেনের বাড়ির সামনে একটি পোস্টার ও দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
গোটা বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটার আহ্বায়ক নারায়ণ শর্মা। তিনি বলেন, ‘রাজনৈতিক মহলে বর্তমানে নূর আলমের কোনও গুরুত্ব নেই। নিজের অস্বিত্ব টিকিয়ে রাখার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এই ঘটনাটি ঘটিয়েছে।’
এ প্রসঙ্গে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ডওয়াল জানান, নূর আলম হোসেনের বাড়ির সামনে থেকে একটি হুমকি চিঠি ও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LKlnFz
July 29, 2018 at 05:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন