কোচবিহার, ১৩ জুলাইঃ কোচবিহার কলেজের তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীকোন্দলের জেরে উত্তপ্ত স্টেশন চৌপথি সংলগ্ন বিবেকানন্দ স্ট্রিট। ঘটনায় গুলিবিদ্ধ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাজিদ আনসারি। জানা গিয়েছে, মাজিদ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। আশঙ্কাজনক অবস্থায় মাজিদকে প্রথমে শহরের একটি নার্সিংহোমে ভরতি করা হয়। পরে সেখান থেকে তাকে শিলিগুড়িতে রেফার করা হয়।
অভিযোগ, কোচবিহার কলেজে সংগঠনের পোস্টার লাগাতে যায় শুভজিত্ কুণ্ডুর অনুগামী একদল প্রাক্তন ছাত্র। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিজিৎ দে ভৌমিকের অনুগামী কয়েকজন ছাত্রছাত্রী তাদের বাধা দেয়। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। হঠাত্ই সেখানে গুলি চলে। মাজিদের পেটে একটি গুলি এসে লাগে। সঙ্গে সঙ্গে তাকে একটি নার্সিংহোমে পাঠানো হয়।
এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। উত্তজেতি জনতা একটি বাসে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালি থানার পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সংবাদদাতাঃ শিবশঙ্কর সূত্রধর
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JpyxTi
July 13, 2018 at 06:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন