মাদ্রিদ, ০৮ জুলাই- বিশ্বকাপের মাত্র এক দিন আগে কোচ বদল। টালমাটাল অবস্থায় বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে স্বাগতিক রাশিয়ার কাছে হেরে বিদায় নেয় ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপের সময় দলের অন্তবর্তীকালীন কোচের পদে ছিলেন সহকারী কোচ হিয়েরো। ওই রকম নজরকাড়া পারফরম্যান্স কোচ হিসেবে দেখাতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদ এই তারকা। অবশেষ জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাড়ানোর ঘোষণা দিলেন ফার্নান্দো হিয়েরো। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে হিয়েরো যে স্পেনের কোচ থাকতে চান না সেটি নিশ্চিত করে। আরএফইএফ তাদের বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘপথ পাড়ি দেওয়ার পর স্পেনের ফেডারেশনের সঙ্গে ফার্নান্দো হিয়েরোর সম্পর্কের এখানেই ইতি ঘটতে যাচ্ছে। তিনি কোচের পদে আর থাকতে চাচ্ছেন না। আমরাও নতুন কাউকে খুঁজবো যে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। এ সময় হিয়েরোকে কঠিন সময়ে দলের দায়িত্ব নেওয়ার জন্য ধন্যবাদও জানায় স্পেন ফুটবল ফেডারেশন। আমরা হিয়েরোকে ধন্যবাদ জানাতে চাই যে, সে কঠিন সময়ে দলের দায়িত্ব নিয়ে অসাধারণ কাজ করেছে। তার ফুটবল অধ্যায় এবং ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছে ফেডারেশন। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/০৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uhlw8w
July 09, 2018 at 04:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top