কলম্বো, ২১ জুলাই- ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে থাকা অবস্থায় নাইট ক্লাবে গিয়ে ধরা পড়েন লঙ্কান ক্রিকেটার জ্যাফরি ভ্যান্ডারসেকে। আর এ অপরাধে এ লেগ স্পিনারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। পাশাপাশি তার বার্ষিক চুক্তির ২০ শতাংশ কেটে নেয়া হবে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, দ্বিতীয় টেস্টের শেষদিন অন্য তিন ক্রিকেটারের সঙ্গে নাইটক্লাবে যান ভ্যান্ডারসে। পরদিন সকালে তাকে রুমে না দেখে টিম ম্যানেজমেন্ট পুলিশে খবর দেয়। কয়েক ঘণ্টা পর হোটেলে ফিরে ভ্যান্ডারসে দাবি করেন, সতীর্থরা তাকে ক্লাবে ফেলে চলে আসেন। তারপর তিনি ফেরার পথ ভুলে যান। ভ্যান্ডারসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এই প্রথম নয়। গত বছর ভারত সফরের আগে ঘরোয়া লিগে মাঠে না নেমে বোর্ডের রোষানলে পড়েন। সেসময় তাকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। তবে এবার তার বিরুদ্ধে কড়া শাস্তিই গ্রহন করল বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে ভ্যান্ডারসেকে দেশে ফিরিয়ে আনা হয়। পাশাপাশি এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। সূত্র: বিবিসি আর/১৭:১৪/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L9qY8K
July 22, 2018 at 12:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top