শ্রীনগর, ২৮ জুলাইঃ অমরনাথ যাত্রায় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা। গোয়েন্দা সূত্রে খবর, অমরনাথ যাত্রীদের উপর হামলা চালানোর ছক কষছে লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদ্দিন।
ইন্টেলিজেন্স তথ্য অনুয়ায়ী, ১৬ এবং ১৭ জুলাই অমরনাথ যাত্রাপথের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন সন্ত্রাসবাদী কমান্ডারদের রেকি করতে দেখা গিয়েছে। লস্করের কমান্ডার আবু হুরাইরাকে দেখা গিয়েছে শ্রীনগরের গুলাব বাগ এবং জাকুরা অঞ্চলে ঘোরাফেরা করতে। খুসারপোরা এবং হাজিনের কাছে দেখা গিয়েছে আরও এক লস্কর কমান্ডার সালেম পারে-কে। হিজবুলের মুজাফ্ফর ভাটের দলকে দেখা গিয়েছে কুলগামের চেদার এবং মাতালহামা গ্রামে। এছাড়াও হিজবুলের রেয়াজ নাইকু দলের লাতিফ দাড়কে আওয়ান্তিপোরার পাদগমপোরা অঞ্চলে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে।
সূত্রের খবর এদের প্রত্যেকেরই লক্ষ্য অমরনাথ যাত্রীদের দল। কড়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
আজ সকালে ৬৬৩ জন তীর্থযাত্রীর একটি দল রওনা হয়েছে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে। গত ৩১ দিন ধরে চলছে অমরনাথ যাত্রা। শনিবার পর্যন্ত অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছেন ২,৫১৯৯৬ জন তীর্থযাত্রী। আগামী ২৬ অগস্ট শেষ হবে অমরনাথ যাত্রা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K2SEqG
July 28, 2018 at 02:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন