হোটেল কর্মীদের ১৬ লক্ষ টাকা বকশিশ রোনাল্ডোর

এথেন্স, ২১ জুলাইঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বারবার প্রমাণ করেছেন তাঁর মানবিক দিকটি। শুক্রবার সেই রোনাল্ডোকেই দেখার সৌভাগ্য হল গ্রিসের কোস্তা নাভারিনো রিসর্টের কর্মীদের। রিসর্ট কর্মীদের উপর খুশি হয়ে তাঁদের ২০,০০০ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ লক্ষ টাকা) উপহার দেন পোর্তুগিজ তারকা।

রাশিয়া বিশ্বকাপ শেষে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গ্রিসে পাড়ি জমিয়েছেন সিআরসেভেন। সেখানে একটি বিলাসবহুল রিসর্টে সপরিবারে উঠেছেন তিনি। রিসর্টের কর্তৃপক্ষ থেকে অধস্তন কর্মী কেউই কোনো যত্নের ত্রুটি রাখেননি রোনাল্ডো এবং তাঁর পরিবারের। হোটেল কর্মীদের এই ব্যবহারে তৃপ্ত পোর্তুগিজ তারকা তাই উপহার দেন তাদেরকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JEHjwx

July 21, 2018 at 08:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top