বিতর্কিত মন্তব্যের জেরে শশী থারুরকে শমন ব্যাঙ্কশাল কোর্টের

কিছুদিন আগে তিরুবনন্তপুরমে এক সভায় থারুর বলেছিলেন, ‘আগামী লোকসভা ভোটে যদি বিজেপি জেতে তাহলে গণতান্ত্রিক সংবিধান বলতে আমরা যা বুঝি তা আর টিকে থাকবে না। বিজেপি নতুন করে দেশের সংবিধান তৈরি করবে। নতুন সংবিধানে সংখ্যালঘুদের সমান অধিকার থাকবে না। ভারত হয়ে উঠবে হিন্দু পাকিস্তান। আইনজীবী সুমিত চৌধুরি এই মন্তব্যের সমালোচনা করে থারুরকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু, ক্ষমা চাইতে অস্বীকার করেন থারুর। এরপরই কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে থারুর বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই আইনজীবী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Lfza3c

July 14, 2018 at 01:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top