রায়গঞ্জ, ২৭ জুলাইঃ সাপে কাপড় দিয়েছিল। কিন্তু হাসপাতালে না নিয়ে গিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। শেষমেষ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ওই মহিলাকে। কুসংস্কার ফের প্রাণ নিল একজনের।
শেফালী হাঁসদা (৩৭) রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের একর গ্রামের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে সাপে ছোবল মারে। কিন্তু চিকিৎসা না করিয়ে পরিবারের লোকজন শেফালীদেবীকে ওঝার কাছে নিয়ে যায়। ওঝা ঝাড়ফুঁক শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে এসব চলায় তাঁর অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে ভাগনা চন্দন মুর্মু শেফালীদেবীকে সঙ্গে সঙ্গে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ চিকিত্সার পর শেফালীদেবীর মৃ্ত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। শুক্রবার ওই মহিলার দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। এই ঘটনায় ওঝার বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু করা হয়েছে বলে জানান রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ad5ra9
July 27, 2018 at 07:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন