নন্দীগ্রামে হিংসার ঘটনায় নতুন করে তদন্ত করবে সিআইডি

কলকাতা, ৬ জুলাইঃ নন্দীগ্রাম হত্যার তদন্ত সিআইডির হাতে। নন্দীগ্রামে হিংসার ঘটনায় নতুন করে তদন্ত করবে সিআইডি। ১১ বছর আগে জমি আন্দোলনের সময় তৎকালীন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ সহ মোট ১৫ জনের বিরুদ্ধে দুর্গাপদ মাইতি এবং সুব্রত সামন্তকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। নন্দীগ্রাম থানার রুজু হয় এফআইআর। এই মামলাটির তদন্তভার এবার সিআইডি-র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসী নিহত হন। ওইদিন থেকে দুর্গাপদ এবং সুব্রতবাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁদের পরিবারের তরফে অপহরণের অভিযোগ রুজু করা হয়। অভিযোগের তীর ওঠে প্রাক্তন সিপিএম সাংসদ তথা অধুনা বিজেপি নেতা লক্ষ্মণ শেঠ ও তাঁর বাহিনীর বিরুদ্ধে। সম্প্রতি দুর্গাপদ এবং সুব্রতবাবুর পরিবার পুনর্তদন্তের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়। আদালতের নির্দেশে তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়।

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2u5d7oG

July 06, 2018 at 11:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top