শপিং সাইটে বড়ো ছাড়ে কোপ সরকারের

নয়াদিল্লি, ৩১ জুলাইঃ বিভিন্ন অনলাইন শপিং সাইটে প্রতিদিনই লোভনীয় ছাড়ের হাতছানিতে আমরা সকলেই গলে যাই। নিজের পছন্দের সামগ্রীতে অতিরিক্ত ছাড় পেলেই একমুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে অর্ডার প্লেস করে দিই আমরা। কখনও কখনও সেই ছাড় ৮০ শতাংশও হয়ে যায়। তবে এই সুখ দীর্ঘস্থায়ী নয়। দাম কমানোর উপর কড়া নিয়ম আনতে চলেছে কেন্দ্র সরকার।

নতুন খসড়ায় থাকবে গ্রিভেন্স রিড্রেসাল, লোকাল ডেটা স্টোরেজ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিরাপত্তা, মার্জার এবং অ্যাকুইজিশন সংক্রান্ত নানা নিয়ম। এছাড়া নতুন নিয়ম চালু হলে বড় বড় ব্র্যান্ডগুলির অনলাইন এবং অফলাইন ছাড়ের মধ্যে বিশাল ফারাক আর রাখা যাবে না।
সোমবার তৈরি হওয়া ই-কমার্স পলিসির একটি খসড়া নীতির আওতায় অ্যামাজন- ফ্লিপকার্টের প্রাইসিং পলিসি থাকার পাশাপাশি তালিকায় নাম রয়েছে সুইগি, জোম্যাটো, আরবানক্ল্যাপ, পেটিএম এবং পলিসিবাজারেরও।
বর্তমানে ভারতের ই-কমার্স সেক্টরের বাজার দর প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার। আশা করা হচ্ছে আগামী এক দশকের মধ্যে এই মূল্য বেড়ে দাঁড়াবে ২০০ বিলিয়ন মার্কিন ডলারে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2v1L9LS

July 31, 2018 at 05:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top