পুরুলিয়া, ০১ জুলাই- পুরুলিয়ার লাগদা গ্রামে তাঁরা বিজেপির কোনও কথা বলতে যাননি। গিয়েছিলেন সরকারের কথা বলতে। সেখানকার মানুষদের বিজেপিতে যোগ দিতেও বলা হয়নি। এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপরেই সেখান থেকে লোক নিয়ে গিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে। পরিস্থিতি চলতে থাকলে তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্য ছাড়ার পরেই যেসব বাসিন্দাদের বাড়িতে গিয়েছিলেন তিনি, সেইসব বাড়ির সদস্যদের কলকাতায় এনে তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। এই ঘটনার কড়া সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, তৃণমূল মানুষকে ভয় দেখাচ্ছে। জোর করে হাতে ঝাণ্ডা ধরাচ্ছে। এলাকায় বিজেপির প্রভাব সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, এলাকায় সিপিএম, কংগ্রেস, তৃণমূল, সব দল থেকেই মানুষ বিজেপিতে যোগ দিয়েছে। পুরুলিয়ার লাগদা গ্রামে পাঁচটা বুথ রয়েছে। সেই বুথগুলির সবকটিতেই বিজেপি পঞ্চায়েত ভোটে জিতেছে। লোকসভা নির্বাচনেও সেখানে জয় পাবে বিজেপি। এমনটাই দাবি করেছেন দিলীপ ঘোষ। একইসঙ্গে তাঁর প্রতিক্রিয়া সেখানে এইভাবে পরিবর্তন হতে থাকলে তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tGes68
July 01, 2018 at 08:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top