নয়াদিল্লি, ২৫ জুলাইঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ঠাকুমা ও তাঁর ২৫ বছর বয়সী নাতির। মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লির নান্দ নগরি অঞ্চলের ঘটনা। জানা গিয়েছে মৃতের নাম অমিত গর্গ ও বৃদ্ধার প্রৌড়ার নাম লীলাবতী দেবী(৬৩)।
ঠাকুমা-নাতি তাঁদের নতুন কেনা গাড়িতে করে যাচ্ছিলেন। সামনে ট্রাফিক থাকায় নতুন আই১০(i10) গাড়িটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ক্লাস্টার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িতে ধাক্কা মারে। সামনে ও পিছনে দুটি বাসের মধ্যে গাড়িতে পিষে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
প্রত্যক্ষদর্শী ইরফান জানিয়েছেন, ‘এক মর্মান্তিক দুর্ঘটনা চোখের সামনে ঘটতে দেখলাম। মুহূর্তের জন্য মনে হয়েছিল গাড়িটা উধাও হয়ে গিয়েছে। কিন্তু কাছে যেতে বুঝলাম দুটি বাসের মাঝে পিষে গিয়েছে গাড়িটা। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে রক্ত বেরিয়ে আসছিল।’ পরে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহ দুটি বের করে আনা হয়। সবুজ ডিটিসি বাসটি আনন্দ বিহারের দিকে এবং লাল ক্লাস্টার বাসটি শাহবাদ ডেয়ারির দিকে যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, অমিত তাঁর বাবা ও কাকার সঙ্গে তাঁদের কাপড় তৈরির কোম্পানিতে কাজ করতেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটির চালক পালিয়ে গেলেও তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LMkr0a
July 25, 2018 at 11:37AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন