আলিপুরদুয়ার, ১৫ জুলাইঃ আলিপুরদুয়ারে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। শনিবার রাতে প্রথম দুর্ঘটনাটি ঘটে কালচিনি থানার রাজাভাতখাওয়ার পাম্পুবস্তিতে। পুলিশ সূত্রে খবর, পাঁচজন একটি ছোটো গাড়িতে করে ফিরছিল। পাম্পুবস্তি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাত্ই রাস্তার ধারে একটি গাছে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। সঙ্গে সঙ্গে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমিত দে ও শুভজিৎ সাহা নামে দুই যুবকের। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে শিলিগুড়ি এবং বাকি আরও একজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করা হয়েছে।
অন্যদিকে, রবিবার সকালে কালচিনি থানার গরম সেতুর কাছে ৩১সি জাতীয় সড়কে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে অসমগামী একটি ছোটো গাড়ির সঙ্গে একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোটো গাড়ির চালকের। এই ঘটনায় মিনি বাসে থাকা কয়েকজন যাত্রীও আহত হন। তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করেছে পুলিশ।
তথ্য ও ছবিঃ অসিত কর
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zC9LiQ
July 15, 2018 at 02:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন