‘দঙ্গল’-এ অভিভূত দক্ষিণ কোরিয়ার ‘ফার্স্ট লেডি’

 নযাদিল্লি, ৯ জুলাইঃ হরিয়ানার কুস্তিগির মহাবীর ফোগত এবং তাঁর দুই মেয়ে গীতা ও ববিতা ফোগাতের জীবনী অবলম্বনে নির্মিত ‘দঙ্গল’ সিনেমা দেখে অভিভূত দক্ষিণ কোরিয়ার ‘ফার্স্ট লেডি’ কিম জাং-সুক। তিনি কেবল অভিভূত হয়ে থেমে থাকেননি, কুস্তিগির গীতা এবং ববিতা ফোগতের সঙ্গে দেখাও করতে চান। তাই নয়াদিল্লিতে তাঁদের চায়ে আমন্ত্রণও জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার ‘ফার্স্ট লেডি’-র এই আমন্ত্রণ পেয়ে মুগ্ধ ফোগত পরিবার। তাঁদের জীবনী অবলম্বনে নির্মিত দঙ্গল ছবিটির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছেন কুস্তিগির মহাবীর ফোগত।

জানা গিয়েছে, গত ৮ জুলাই সস্ত্রীক চারদিনের ভারত সফরে এসেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন-জায়ে ইন। এই সফরের প্রথমদিন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি ভারতীয় ছাত্রদের সঙ্গে দেখা করেন। তারপর তাঁদের সঙ্গে নিতেশ তিওয়াড়ি পরিচালিত এবং আমির খান অভিনীত দঙ্গল ছবিটি দেখেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NDGZkT

July 09, 2018 at 09:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top