গায়ানা, ২৮ জুলাই- ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে সবচেয়ে আলোচিত বিষয় হলো, দারুণ ফর্মে থাকা লিটন দাস একাদশে সুযোগ না পাওয়া। ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে দেশসেরা ওপেনার তামিম ইকবালের একজন যোগ্য সঙ্গী খুঁজতে ওপেনিংয়ে এনামুল হক বিজয়কে বাজিয়ে দেখছেন মাশরাফি। কিন্তু পারফর্মেন্স দিয়ে এবারও মন জয় করতে পারেননি গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ এনামুল। ক্যারিবীয় সফরে প্রথম ওয়ানডেতে ডাক মারেন এনামুল। দ্বিতীয় ওয়ানডেতে ৯ বলে ২৩ রানের ঝড় তুলে খুব দৃষ্টিকটুভাবে আউট হয়ে যান। অন্যদিকে ম্যাচের পর ম্যাচ ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন সাব্বির রহমান। মাঠের থেকে মাঠের বাইরের ঘটনায় তিনি সবসময় আলোচনায়। দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে সুযোগ পাওয়ার সদ্ব্যাবহার করতে পারছেন না তরুণ মোসাদ্দেক। আজ শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। অঘোষিত ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ ওয়ানডেতে কি একাদশে পরিবর্তন আনবে বাংলাদেশ? অধিনায়ক মাশরাফির যা মত, তাতে বিজয় টিকে যাবে। সাব্বির বা মোসাদ্দেকের যে কোনো একজনকে বসিয়ে লিটনকে আনার সুযোগ আছে। শেষ মুহূর্তে চাপ নেওয়ার জন্য লিটন যে সেরা তাতে কোনো সন্দেহ নেই। গত ম্যাচে জিততে জিততে যেভাবে হেরেছে বাংলাদেশ, তাতে ভরসা করা কঠিন। এছাড়া শুধু ব্যাটিং শক্তিশালী করলেই হবে না, দ্বিতীয় ম্যাচে ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া খুবই দৃষ্টিকটু লেগেছে। আজ সিরিজ হারতে না চাইলে বাংলাদেশকে এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। সূত্র: কালের কন্ঠ এমএ/ ০৫:২২/ ২৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LtSEFN
July 28, 2018 at 11:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top