কলকাতা, ০৫ জুলাই- রাশিয়ার বিশ্বকাপে বেশির ভাগ দর্শকের পছন্দের দল বাদ পড়েছে। তবুও ফুটবল উত্তেজনা কমেনি। বিশ্বকাপ ঘিরে উত্তেজনা শুধু রাশিয়ায় নয়, গোটা বিশ্বে চলছে ফুটবল উন্মাদনা। রাশিয়ায় বিশ্বকাপ চলছে দেশে দেশে ফুটবলারদের নিয়মিত খেলা চলছে। তেমনই একটি ফুটবল ম্যাচ চলছে কলকাতার কামারহাটি এলাকায়। মঙ্গলবার অনুষ্ঠিত ওই ম্যাচে স্থানীয় খেলোয়াড়রা ছাড়াও অনেক নামিদামি খেলোয়াড়রা অংশ নেয়। কিন্তু খেলার মাঝেই বিষাদ নেমে আসে পুরো এলাকায়। স্থানীয় উদীয়মান ফুটবলার সাগর দাস। মাত্র ১৭ বছর বয়সে ফুটবলে সুনাম কুড়িয়েছেন তিনি। কিন্তু মঙ্গলবার ছিল তার বিপদের দিন। খেলার মাঝে প্রথম গোলটি করেন সাগর দাস। সাগরের গোল নিয়ে সবাই আনন্দে মেতে উঠেছে। কিন্তু নিজের গোলের সেই আনন্দ উপভোগ করতে পারেনি সাগর। গোল দিয়েই মাঠের মধ্যে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে কামারহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বুধবার তার মৃত্যু হয়। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। সূত্র: যুগান্তর এমএ/ ০৮:০০/ ০৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2u6eRxT
July 06, 2018 at 02:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top