গত মৌসুমে কোন শিরোপা জেতা হয়নি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগ চ্যাম্পিয়নও হাতছাড়া করেছে হোসে মরিনহোর শিষ্যরা। কিন্তু এমন বাজে মৌসুম সত্ত্বেও তাদের ব্র্যান্ডমূল্য ঠিকই ফুটবল ক্লাবগুলোর মধ্যে শীর্ষে। ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের স্থান দখল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির মূল্য ৩.১৬ বিলিয়ন পাউন্ড, যা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবকেও পেছনে ফেলেছে। তবে সবচেয়ে দামি ক্রীড়া দলের তালিকায় তাদের অবস্থান দুইয়ে। প্রথম স্থানে আছে আমেরিকান ফুটবলের দল ডালাস কাউবয়েজ, যার মূল্য ৩.৬৭ বিলিয়ন পাউন্ড। পাউন্ডের হিসাবে সবচেয়ে দামি ১০ ক্রীড়া দলের তালিকা ১। ডালাস কাউবয়েজ (আমেরিকান ফুটবল)- ৩.৬৭ বিলিয়ন ২। ম্যানচেস্টার ইউনাইটেড (ফুটবল)- ৩.১৬ বিলিয়ন ৩। রিয়াল মাদ্রিদ (ফুটবল)- ৩.১৪ বিলিয়ন ৪। বার্সেলোনা (ফুটবল)- ৩.১১ বিলিয়ন ৫। নিউইয়র্ক ইয়াঙ্কিস (বেসবল)- ৩.০৭ বিলিয়ন ৬। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস (আমেরিকান ফুটবল)- ২.৮৪ বিলিয়ন ৭। নিউইয়র্ক নিকস (বাস্কেটবল)- ২.৭৬ বিলিয়ন ৮। লস অ্যাঞ্জেলস ল্যাকার্স (বাস্কেটবল)- ২.৫৩ বিলিয়ন ৯। নিউইয়র্ক জায়ান্টস (আমেরিকান ফুটবল)- ২.৫৩ বিলিয়ন ১০। গোল্ডেন স্টেট (বাস্কেটবল)- ২.৩৮ বিলিয়ন সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২০ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uRfgog
July 20, 2018 at 03:47PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন