হায়দরাবাদ, ২৮ জুলাইঃ ক্রিকেট দল চালানো আর দেশ চালানো যে এক নয়, তা ইমরান খানকে স্মরণ করিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। সদ্যসমাপ্ত পাক সংসদীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয়ের জন্য ইমরানকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁকে সতর্ক করে দিয়ে আজহার বলেন, ‘নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ক্রিকেট মাঠ আর রাজনীতির ময়দান এক জিনিস নয়।’
আজহার বলেন, ‘পাক ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ইমরান যাবতীয় সিদ্ধান্ত নিতেন স্বাধীনভাবে। তিনি কারও কথায় চলতেন না। ইমরানের প্রবল আত্মবিশ্বাস ছিল বলেই তিনি বিশ্বক্রিকেটে চ্যাম্পিয়ন করতে পেরেছিলেন পাকিস্তানকে।’ আজহার চান, রাজনীতির আঙিনাতেও ইমরানের এহেন স্বাধীনচেতা মানসিকতা দেখতে। কংগ্রেসের প্রাক্তন সাংসদ আজহারের কথায়, ‘পাক সেনা ইমরানকে চালাবে কি না, তা দূর থেকে বলা কঠিন। মাঠে ইমরান স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিতেন। প্রধানমন্ত্রী ইমরান সেটা পারেন কি না, তা দেখার জন্য অপেক্ষা করব। যদি পারেন, তা হলে পাকিস্তানেরই ভালো হবে।’
ইমরানের খেলোয়াড়োচিত মনোভাবের প্রশংসা করে আজহার বলেন, ‘প্রতিপক্ষ দলের অধিনায়ক হিসেবে ইমরান খুব আগ্রাসী ও আক্রমণাত্মক হলেও মাঠে কখনও সৌজন্যবোধ বিসর্জন দিতে দেখা যায়নি তাঁকে। প্রতিপক্ষের খেলোয়াড়রা ভালো কিছু করলে ইমরান সবার আগে এগিয়ে এসে তাঁকে বহবা দিতেন।’ প্রধানমন্ত্রী হিসেবে পড়শি দেশগুলির সঙ্গে ইমরান এমনই খেলোয়াড়োচিত ব্যবহার করলে সেটা সবদিক থেকে ভালো হলে বলে ইঙ্গিত আজহারের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LWs7wI
July 28, 2018 at 09:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন