বর্ধমান, ২৭ জুলাইঃ চিকিৎসার গাফিলতিতে গৃহবধূর মৃত্যুর অভিযোগে উত্তাল হয়ে উঠল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। জানা গিয়েছে, বর্ধমান শহরের বিধানপল্লির পালপাড়ার বাসিন্দা বিষ্ণু চক্রবর্তীর স্ত্রী রিম্পা চক্রবর্তী প্রসব যন্ত্রণা নিয়ে গত বছরের ১৭ জুলাই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হন। অভিযোগ, চিকিত্সক তা না করে সেই সময় মোবাইলে কথা বলছিলেন। এমনকি রিম্পা তার যন্ত্রণার কথা বললে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। গভীর রাতে তিনি মারা যান। জানা গিয়েছে, এইবিষয়ে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তে নামে। যদিও সেই তদন্ত নিয়েও ক্ষোভ রয়েছে মৃতার পরিবারে। তাঁদের অভিযোগ, তদন্ত রিপোর্টে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আড়াল করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OmDr7d
July 27, 2018 at 05:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন