মুম্বাই, ২৩ জুলাই- বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের মূর্তি তৈরি হয়েছে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে। এর আগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, কাজল, কারিনার মূর্তি বসানো হয়েছে এই জাদুঘরে। সেই ধারাবাহিকতায় এবার মাদাম তুসোর জাদুঘরে জায়গা পেতে চলেছেন দীপিকা পাড়ুকোন। লন্ডনের এই জাদুঘরে রাখা হবে দীপিকার মোমের মূর্তি। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত দীপিকা পাড়ুকোন। নিজেই ভক্তদের এই কথা ফেসবুক লাইভের মাধ্যমে জানান তিনি। দীপিকা বলেন, এটা ভীষণ আনন্দের একটা বিষয়। নিজেকে কৃতজ্ঞ মনে হয়, যখন ভক্তদের সিনেমা ছাড়াও অতিরিক্ত কিছু উপহার দেয়া সম্ভব হয়। এটা সত্যিই আমার কাছে বিশেষ একটি উপহার। আশা করি আমার যতটা আনন্দ হচ্ছে, ভক্তদেরও ততটাই ভালো লাগবে। এই অভিনেত্রী আরও বলেন, যখন মাদাম তুসোর জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথম ফোন পেলাম, ভীষণ খুশি হয়েছিলাম। আমি মাদাম তুসো জাদুঘরে মাত্র একবারই গিয়েছি, আর তখন আমি খুব ছোট ছিলাম, বাবা মায়ের সঙ্গে গিয়েছিলাম। আর এখন আমি এই জাদুঘরের অংশ হতে চলেছি। এর আনন্দই আলাদা। মাদাম তুসোর জাদুঘর থেকে দীপিকার ফেসবুক লাইভে ভক্তদের প্রচুর কমেন্টস এসেছে। যা দেখে বেশ বোঝা যাচ্ছে এ বিষয়টি নিয়ে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uZeiX9
July 24, 2018 at 12:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top