জালালাবাদ, ২ জুলাইঃ আফগানিস্তানে ফের আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৯ জনের। আহত অন্তত ২০জন। মৃতদের মধ্যে ১২ জনই শিখ এবং হিন্দু। জালালাবাদ হাসপাতালে চিকিত্ৎসা চলছে আহতদের। পূর্ব আফগানিস্তানের জালালাবাদে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সফরকালেই রবিবার নিজেকে উড়িয়ে দেয় আত্মঘাতী বিস্ফোরক।
পুলিশ প্রধান গুলাম সানায়েই স্তানিকজাই জানিয়েছেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি জালালাবাদে এসেছিলেন। গভর্নরের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সংখ্যালঘু শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। সেই সময়ই আত্মঘাতী বিস্ফোরণ হয়। নিহতদের মধ্যে আছেন শিখ নেতা অবতার সিংহ খালসা। তিনি অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু এর আগেই আত্মঘাতী বিস্ফোরণে তাঁর মৃত্যু হল।
রবিবার একটি হাসপাতাল উদ্বোধনে জালালাবাদ পৌঁছান ঘানি। তিনি সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, সংখ্যলঘু শিখদের ভয় দেখাতে এই হামলা করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ এর দায় শিকার করেনি ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lQNSm9
July 02, 2018 at 12:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন