ধূপগুড়ি, ৭ জুলাইঃ একই রুটের দুই সরকারি বাসের রেষারেষির জেরে ফের গুরুতর আহত এক ব্যক্তি। এক সপ্তাহে এনিয়ে একই ধরণের দুটি ঘটনা ঘটল শহরে। শনিবার রাত আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির হাসপাতালগেট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিলিগুড়ি থেকে তুফানগঞ্জগামী একটি সরকারি বাস যাত্রী তোলার জন্য হাসপাতালের গেটে দাঁড়ায়। সে সময় কলকাতা থেকে কোচবিহারগামী অপর একটি সরকারি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন দিক থেকে বিপজ্জনকভাবে ওভারটেক করার চেষ্টা করে। সেসময় কলকাতা থেকে আসা বাসটিতে ধাক্কা খেয়ে এক ব্যক্তি ছিটকে দাঁড়িয়ে গিয়ে থাকা বাসটির পেছনের চাকার নীচে পড়ে যায়। বাসটি দাঁড়িয়ে থাকায় ওই ব্যক্তি প্রাণে বেঁচে গেলেও বুকে ও মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম সঞ্জয় কর(৩৪)। সে ফালাকাটা এলাকার বাসিন্দা। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বাস দুটিকে আটকে দেয়৷ আঘাত গুরুতর থাকায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ধূপগুড়ি থানার তরফে আহত যুবককে জলপাইগুড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়৷
ধূপগুড়ি থানা এবং ট্রাফিক গার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তুফানগঞ্জগামী বাসটিকে ছেড়ে দিলেও কলকাতা থেকে কোচবিহারগামী বাসটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তুফানগঞ্জগামী বাসের চালক রাজু রায় এবং কোচবিহারগামী বাসের চালক উপেন্দ্র প্রসাদ সাহা দুজনেই নিজেদের নির্দোষ বলে দাবি করছেন। ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি অসীম মজুমদার বলেন, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় মানুষের বয়ান অনুযায়ী একটি সরকারি বাসকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার বিস্তারিত বিষয়ে জানা যাবে। পুরো ঘটনা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্তাদেরও জানানো হবে।
সংবাদদাতাঃ সপ্তর্ষি সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MW2IU8
July 07, 2018 at 10:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন