রোনালদোর সঙ্গে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রুনি। সেখান থেকে রোনালদো চলে যান রিয়াল মাদ্রিদে। রুনি বলেন, দুজনই এই প্রজন্মের সেরা ফুটবলার। কিন্তু আমার চোখে মেসিই সর্বকালের সেরা। মেসিকে অনেকেই সেরা বলতে চান না জাতীয় দলে তার পারফর্ম্যান্সের কারণে। ক্লাব বার্সেলোনার হয়ে সব ধরণের ট্রফি জিতলেও জাতীয় দলের হয়ে বড় শিরোপা নেই। এবার বিশ্বকাপেও মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। রোনালদো সেই দিক থেকে একটু এগিয়ে। এবার শেষ ষোলো পর্যন্ত প্রায় একাই দলকে টেনে আনেন। মেসির মতো এক ক্লাবে না খেলে ক্যারিয়ার করেছেন বৈচিত্র্যময়। সম্প্রতি রিয়াল থেকে যোগ দিয়েছেন জুভেন্টাসে। এমএ/ ০৯:৪৪/ ১৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2msUkjW
July 19, 2018 at 03:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top