কলকাতা, ৩ জুলাইঃ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে এই দেশ। পূর্ণ এবং আংশিক এই চন্দ্রগ্রহণ দেখা যাবে দেশের প্রায় সব অঞ্চলেই। ভারত ছাড়াও আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, মধ্য প্রাচ্য এবং মধ্য এশিয়া থেকেও এই বিরল মহাজাগতিক ঘটনা দেখা যাবে। বিড়লা তারামণ্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের স্থায়িত্ব হবে ১ ঘণ্টা ৪৩ মিনিট। আংশিক চন্দ্রগ্রহণ থাকবে ১ ঘণ্টা। ২৭ জুলাই ভারতীয় সময় রাত ১১ টা ৫৪ মিনিটে আংশিক গ্রহণ শুরু হবে। রাত ১ টায় শুরু হবে পূর্ণ গ্রহণ। ১টা ৫২ মিনিটে চাঁদ প্রায় অন্ধকারময় হবে। চলবে রাত ২টা ৪৫ মিনিট পর্যন্ত। তারপর আংশিক চন্দ্রগ্রহন চলবে ৩টা ৫০ মিনিট পর্যন্ত। তিনি আরও বলেন, ওই দিন চাঁদের রং লাল হবে। একে ‘ব্লাড মুন’ বলা হয়। দীর্ঘ সময় গ্রহন হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন ওইদিন চাঁদ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বাধিক হওযার কারণেই গ্রহন দীর্ঘ স্থায়ী হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z6swuF
July 03, 2018 at 10:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন