দুহাতে সমান দক্ষতায় বল করার কৃতিত্ব ক্রিকেট জগতে তেমন একটা দেখা যায়নি। এ কৃতিত্ব দেখিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার হানিফ মোহম্মদ, সাবেক ইংল্যান্ড দলের অধিনায়ক গ্রাহাম গুচ ও শ্রীলংকার সাবেক টেস্ট অধিনায়ক হাসান তিলকারত্নে। সম্প্রতি দুহাতে বল করার এ কৃতিত্বের খাতায় নতুন নাম লেখালেন ভারতীয় তরুণ অলরাউন্ডার মোকিত হরিহরন। তার দুহাতে করা সমান দক্ষতার সুইং এখন ভারতীয় ক্রিকেটমহলে বেশ আলোচিত। ভারতের জনপ্রিয় তামিলনাড়ু প্রিমিয়র লিগের বিস্ময় এখন এ তরুণ ক্রিকেটার। কেপিএলে ভিবি কাঞ্চি ভিরানসের হয়ে খেলছেন তিনি। ২৪ জুলাই দিন্দিগুল ড্রাগনসের বিরুদ্ধে মোকিত হরিহরনের দুহাতে বল করা দেখেছে গ্যালারীর দর্শকেরা। যদিও এমন দুহাতের স্পিন কারিশ্মায় অবশ্য সে ম্যাচে কোন ব্যাটসম্যান ধরাশায়ী হয়নি। চার ওভারে ৩২ রান দিয়েছেন তিনি। তবে তার দুহাতে সমান দক্ষতায় সুইং করানোর কায়দায় অনেকে তাকে ভবিষ্যতের তারকা বলছেন। বলের চেয়ে ব্যাটে উজ্জল ছিলেন এ নবাগত। বলিং এর আগে ক্রিস গেইলের মত ঝড়ো ইনিংসে ৫০ বলে ৭৭ রান করেন তিনি। এতে পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কার মার ছিল। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে মোকিত হরিহরনের দুহাতে বল করার ভিডিওটি দেখতে ক্লিক করুন: সূত্র: যুগান্তর আর/১৭:১৪/২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OjPX7k
July 28, 2018 at 12:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top