গায়ানা, ২২ জুলাই- অনেকদিন পর দুই বন্ধু সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দারুণ একটি জুটির দেখা পেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মন্থর শুরুর পর ধীরে ধীরে হাত খুলতে থাকেন সাকিব-তামিম। দুজনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ১৪৭ বলে গড়েছেন শতরানের জুটি। ৯৮ বলে ৫৭ রানে ব্যাট করছেন তামিম। তার বন্ধু সাকিব ৭৩ বলে ৫৭ রানে অপরাজিত। দলের দুই বড় তারকার ব্যাটিং দৃঢ়তায় ২৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২৩ রান। জুটিতে এসেছে ১২২। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সুযোগ কাজে লাগাতে পারেননি এনামুল হক বিজয়। গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়েছিলেন। প্রস্তুতি ম্যাচে ভালো খেলা লিটন দাসের জায়গায় সুযোগ পেয়েও ৩ বল খেলে ডাক মেরেছেন তিনি। ম্যাচের দ্বিতীয় ওভারে অধিনায়ক জেসন হোল্ডারের করা অফ স্টাম্পের অনেক দূর দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন বিজয়। বিজয়ের বিদায়ের পর তামিমের সঙ্গী হন তার বন্ধু সাকিব। ম্যাচের আগে থেকেই মেঘে ঢাকা ছিল আকাশ। বাংলাদেশ ব্যাটিংয়ে নামার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ম্যাচ ৪.৪ ওভার গড়াতেই বৃষ্টির বেগ বাড়তে থাকে। বাংলাদেশের স্কোর তখন ১ উইকেটে ১০ রান। মিনিট ১৫ বন্ধ থাকার পর আবারও শুরু হয় খেলা। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং তমম রীতিমতো ঘুম পেয়ে যাওয়ার জোগার! গ্যালারিতে থাকা গুটিকয়েক দর্শকও হাই প্রথম বাউন্ডারি এসেছে ৯ম ওভারে! পাওয়ার প্লের সুবিধা মোটেও কাজে লাগাতে পারেনি ব্যাটসম্যানরা। ১০ ওভারে উঠেছে ১ উইকেটে মাত্র ৩১ রান। ১৫তম ওভারে ৫০ রান করেছে বাংলাদেশ। এরপর একটু হাত খোলার চেষ্টা করেন দুই বন্ধু। এতে বেশ কাজে দেয়। ঘুরতে থাকে রানের চাকা। প্রথম ওয়ানডেতে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গী হয়েছেন মুস্তাফিজ আর রুবেল হোসেন। ঘূর্ণিবলে যথারীতি নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তার সঙ্গী হিসেবে আছেন তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদ উল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। এমএ/ ১০:৩৩/ ২২ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2A1ALbZ
July 23, 2018 at 04:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন