দিল্লির শাসনের প্রকৃত ক্ষমতা সরকারের হাতেই, জানাল সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ৪ জুলাইঃ দিল্লির প্রশাসনিক ক্ষমতার আসল অধিকারী কে? দিল্লির আপ সরকার বনাম উপ-রাজ্যপাল মামলায় বুধবার ঐতিহাসিক রায় দিল দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের সাংবিধানিক বেঞ্চ। সুপ্রিমকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, দিল্লি শাসনের প্রকৃত ক্ষমতা রয়েছে সরকারের হাতেই। উপ-রাজ্যপালকে বরং সরকারের সাহায্য নিয়ে পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এর আগে একই মামলায় উপ-রাজ্যপালের কর্তৃত্বকে প্রতিষ্ঠা দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এদিন সেই রায়কে কার্যত খারিজ করে দিল শীর্ষ আদালত।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয়েছে গত বছর। কেন্দ্রীয় সরকার নাকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমস্ত ক্ষমতা কেড়ে নিচ্ছে। এই অভিযোগ জানিয়ে সুপ্রিমকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। ক’দিন আগেই দিল্লি হাইকোর্ট এই মর্মে রায়দানও করেছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zbSayc

July 04, 2018 at 01:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top