কলকাতা, ১৩ জুলাই- করপোরেট ফান্ডিংয়ের বিরুদ্ধে পথে নামবে সিপিএম৷ দেশের ব্যবসায়ীদের থেকে পাওয়া টাকায় নির্বাচনে লড়াই করার নজির এদেশে প্রচুর রয়েছে রাজনৈতিক দলগুলি এই সুবিধা দিনের পর দিন পেয়ে আসছে৷ ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকার আদানপ্রদানে কোন দল কত টাকা কোন কোম্পানীর থেকে আদায় করেছে তা জানাক কোনও উপায় নেই৷ এবারে এই নির্বাচনবিধির সংশোধনীর জন্য রাস্তায় নামবে সিপিএম৷ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বৃহস্পতিবার কলকাতায় বলেন, করপোরেট ফান্ডিংয়ে সব থেকে বেশি লাভ হয়েছে বিজেপির৷ কিন্তু এই বিষয়ে আমরা ইলেকটোরাল রিফর্ম বা সংশোধনী চাইছি৷ সিপিএম এবং বামদলগুলি রাস্তায় নামবে৷ করপোরেট ফান্ডিংয়ের বিরুদ্ধে শুঘু একাই লড়াই করতে চায়না সিপিএম৷ ইয়েচুরির মতে সমমনোভাবাপন্ন সমস্থ রাজনৈতিক দলকেই সঙ্গী করতে চায় সিপিএম৷ তিনি বলেন, সারা দেশ জুড়েই এই বিষয়টি নিয়ে জনসভা এবং প্রচার হবে৷ যে রাজনৈতিক দল আমাদের সঙ্গে প্রচারে অংশগ্রহণ করতে চাইবে, আমরা তাদের অভিবাদন জানাবো৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১৯:২৫/১৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KVyrrO
July 14, 2018 at 01:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top