বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি করার লক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সোমবার সকালে ‘অবহিতকরণ ও পরিকল্পনা’ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ জুলাই সকালে থেকে বিকেল পর্যন্ত উপজেলা বিভিন্ন স্থানে ‘৬ মাস থেকে ৫ বছর’ বয়সী সকল শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভাকে অবহিত করা হয়। ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে শুরু হওয়া ক্যাম্পেইনে তাই ওই দিন (১৪ জুলাই) নিজ নিজ এলাকার নির্দিস্ট স্থানে প্রত্যেক পিতা-মাতাকে নিজেদের সন্তানকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে আহবান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমাননের পরিচালনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মণ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত আনছার ভিডিপি কর্মকর্তা পারভেজ খান, রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল মুন্না, নবীন সোহেল বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক মশিউর রহমান, ডিএসবির এসআই সেলিম আহমদ চৌধুরী, ব্লাস্টের উপজেলা কো-অর্ডিনেটর গীতা রাণী মোদক প্রমূখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2N3jJvN
July 09, 2018 at 06:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন