ভুবনেশ্বর, ২৬ জুলাইঃ ওডিশার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে চলেছে মালকানগিরি জেলার চিত্রকোণ্ডা জঙ্গল এলাকার ১৫১টি গ্রাম।
১৯৭২ সালে একটি জলবিদ্যুত্ কেন্দ্র তৈরির সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই অঞ্চলটি। নির্জন জঙ্গলে ঘেরা ওই অঞ্চলে ঘাঁটি গাড়ে মাওবাদীরা। এরপর ১৯৮২ সালে ওই জলাধারের উপরে একটি ঝুলন্ত সেতু তৈরির পরিকল্পনা করে ওডিশা সরকার। কিন্তু তা সফল হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েও সেতু তৈরি করা যায়নি। শেষমেশ রাজ্য সরকার নিজের উদ্যোগে বালিমেলা জলাধারের উপর সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। ৯১০ মিটারের ওই সেতুটি ১৯৮২ সালে নির্মাণের বরাদ্দ ছিল ৭ কোটি টাকা, বর্তমানে তা তৈরি করতে খরচ পড়েছে ১৮৭ কোটি টাকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2v8NFzj
July 27, 2018 at 12:05AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন