ঢাকা, ১৮ জুলাই- চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে আফ্রিকার দেশটির বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার বিসিবি কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলে আশা করছি। সফরে থাকার কথা রয়েছে দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ। নেই কোনো টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও খেলেছে জিম্বাবুয়ে। ওই সিরিজে দুইবারের মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দুই ম্যাচের দুটিতেই হারে জিম্বাবুয়ে। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ms0YqD
July 19, 2018 at 01:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top