মুম্বাই, ১৩ জুলাই- বলিউডে সুপারস্টার নায়িকা শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর অভিনীত প্রথম সিনেমা ধড়ক মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মুক্তির জন্য আর মাত্র ৭ দিন অপেক্ষায় থাকতে হবে দর্শকদের। স্বাভাবিকভাবেই গণমাধ্যমের ফোকাসে আছেন জাহ্নবী। এবার তিনি জানিয়ে দিলেন, মা শ্রীদেবী নন, অন্য এক অভিনেত্রীর মতো হতে চান তিনি। জাহ্নবীর পছন্দের অভিনেত্রীদের তালিকায় আছেন মধুবালা, মীনাকুমারী, ওয়াহিদা রহমান। তবে সবচেয়ে প্রিয় মধুবালা। পছন্দের তালিকায় বেশ কজন অভিনেত্রীর নাম থাকলেও নেই মা শ্রীদেবীর নাম। জাহ্নবী বলেন, আমি মধুবালার মুঘল-এ-আজম, চলতি কা নাম গাড়ির মতো ছবি দেখেছি। ওয়াহিদার গাইড, মীনাকুমারীর সাহেব বিবি অউর গোলাম এ সব দেখে আমি অনুপ্রাণিত। যতো বার দেখি এসব ছবি মোটিভেটেড হই। মধুবালাজির অনস্ক্রিন ম্যাজিক আমি নতুনভাবে করতে চাই। জাহ্নবীর ধড়ক সিনেমায় তার বিপরীতে আছেন শহীদ কাপুরের ছোট ভাই ঈশান। ধড়ক সিনেমাটি মারাঠি রোমান্টিক সাইরাতর রিমেক। তবে পরিচালকের বক্তব্য রিমেক হলেও এই সিনেমায় বেশ কিছু চমক থাকবে। জাহ্নবী কাপুর বহুবার খোলামেলা ছবি ও প্রেমের গুঞ্জনের মাধ্যমে আলোচনায় এসেছেন। এখন সিনেমায় তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন, তা সময়ই বলে দেবে। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/১৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NOpOgx
July 14, 2018 at 05:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top